রাজার শহর কোচবিহার (CoochBehar) কে ইতিমধ্যেই হেরিটেজ শহর ঘোষণা করেছে ভারত সরকারের পুরাতত্ব বিভাগ। (CoochBehar) রাজার শহর কোচবিহারে প্রবেশ পথে খাগড়াবাড়ি তে ইতিমধ্যেই জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে শহরের প্রবেশদ্বার হেরিটেজ গেট নির্মান এর কাজ।
গেট নির্মানকাজ প্রায় আশি শতাংশ শেষ। হেরিটেজ গেটটি কোচবিহার রাজপ্রাসাদের গম্বুজ এর আদলে নির্মান করার কথা থাকলেও বাস্তবে তা হয়নি বলে অভিযোগে সরব রাজনগর কোচবিহারের বাসিন্দারা। তাদের দাবী হেরিটেজ গেট এর গম্বুজটি কোচবিহার রাজপ্রাসাদের গম্বুজের আদলে তৈরী করতে হবে। বাসিন্দারা জানান হেরিটেজ গেট এর গম্বুজটির আদল রাজপ্রাসাদের গম্বুজের আদলে নির্মান করা হয়নি।
তারা বলেন এটি নির্মান করা হয়েছে ইসলামিক শিল্প রীতিতে। ক্ষুব্ধ কোচবিহার বাসীর দাবি রাজনগর কোচবিহারে হেরিটেজ গেট নির্মান করা হোক রাজপ্রাসাদের গম্বুজের আদলে।জেলা প্রশাসন জানিয়েছে গেট নির্মানের আগেই সামাজিক মাধ্যমে গেটের ছবি দেওয়া হয়েছিলো তখন কোনো আপত্তি ওঠেনি।গেটটির গম্বুজ এর আদল হবে কোচবিহার বাসীর প্রানের ঠাকুর মদনমোহন জীর মন্দিরের আদলে। গেট এর নির্মান শেষ হলে তা পরিষ্কার হয়ে যাবে এবং মদনমোহন মন্দিরটিও হেরিটেজ তালিকাভুক্ত ফলে হেরিটেজ কোচবিহার শহরের ঐতিহ্য কোনো ভাবেই নষ্ট হবেনা।