Breaking News

Hooghly: আই প্যাড ট্রাক করে উদ্ধার ব্যাগ, ধরা পড়ল চোর

রিপোর্ট : সুমিত পালিত , এই যুগ, হুগলী

Hooghly: আই প্যাড ট্রাক করে উদ্ধার ব্যাগ, ধরা পড়ল চোরহাওড়ায় ট্রেন থেকে চুরি হয়ে গিয়েছিল ব্যাগ,ব্যাগে ছিল ল্যাপটপ,আই প্যাড,মানি ব্যাগ,ডেবিট ও ক্রেডিট কার্ডের মত দরকারি জিনিস।আই প্যাড ট্রাক করে চোর পাকড়াও হল ব্যান্ডেল থেকে বামাল উদ্ধার করল চুঁচুড়া থানার পুলিশ।বৃহস্পতিবার হাওড়া পুরি এক্সপ্রেসে ভূবনেশ্বর যাওয়ার জন্য এসি-২ কামরায় টিকিট ছিল উড়িষ্যার বাসিন্দা বিভূ প্রসাদ করের।হাওড়া ২৩ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা পুরি এক্সপ্রেসে রাত দশটা কুড়ি নাগাদ ট্রেনে ওঠেন বিভূ।ব্যাগ বাঙ্কারে রেখে সিটে বসে মোবাইল দেখতে থাকেন।Hooghly: আই প্যাড ট্রাক করে উদ্ধার ব্যাগ, ধরা পড়ল চোরকিছুক্ষন পর মোবাইল চার্জার নিতে ব্যাগ নামাতে গিয়ে দেখেন ব্যাগ গায়েব।গোটা কামরা তন্নতন্ন করে খুঁজেও হদিশ না পেরে প্লাটফর্মে থাকা রেল পুলিশকে জানান।রেল পুলিশও খোঁজাখুঁজি করে কিন্তু ব্যাগ মেলেনা।ট্রেন ছেড়ে দিতে বাধ্য হন বিভূ।ভূবনেশ্বরে একটি ওষুধ কোম্পানীতে চাকরি করেন বিভূ প্রসাদ।কলকাতায় একটি মিটিং এ যোগ দিতে এসেছিলেন।কিন্তু ব্যাগ চুরি হওয়ায় আতান্তরে পরে যান।ব্যাগে তার দরকারি জিনিস কোম্পানীর তথ্য ল্যাপটপ আই প্যাডে রয়েছে।উড়িষ্যায় এক বন্ধুকে তার আই প্যাড ট্রাক করতে বলেন বিভূ।আই প্যাডের ইউসার আইডি পাসওয়ার্ড বন্ধুর কাছে ছিল। সারা রাত ধরে চেষ্টা করে অবশেষে ট্রাকিং এ সাফল্য মেলে। জানায় যায় হুগলির ব্যান্ডেল এলাকায় রয়েছে আই প্যাড।চুঁচুড়া থানার মধ্যে পরে ব্যান্ডেল।তাই চুঁচুড়া থানাকে বিষয়টি জানান বিভূ প্রসাদ।চুঁচুড়া থানার আই সি অনুপম চক্রবর্তীর নির্দেশে সাব ইন্সপেক্টর অনিমেষ হাজারি ঘটনার তদন্ত শুরু করেন।পুলিশও আলাদা করে ট্রাক করে একবারে নির্দিষ্ট করে লোকেশান পেয়ে যায়।ব্যান্ডেল বালিকাটায় ইন্দু মুদালিয়ার ঘরে রেড করে উদ্ধার হয় ল্যাপটপ আই প্যাড ব্যাগ।পুলিশ ইন্দু মুদালিয়াকে গ্রেফতার করে।জানা গেছে মুদালিয়া ব্যান্ডেল এলাকার দাগি চোর।মূলত দুর পাল্লার ট্রেন থেকে দামি জিনিস চুরি করে সে।এর আগে বহুবার পুলিশে ধরা পরেছে।ছাড়া পেয়ে আবারও চুরি করেছে।বিভিন্ন থানায় তার নামে ওয়ারেন্ট রয়েছে।আজ ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করবে পুলিশ।চুরি যাওয়া জিনিস ফিরে পেতে আদালতে আবেদন জানাবেন বিভূ প্রসাদ কর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।