জলপাইগুড়ি জেলা পুলিশের অনুপ্রেরণা ও পরামর্শে বানারহাট থানার উদ্যোগে ও পুরুলিয়ার লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহায়তায় বুধবার স্থানীয় রেড ব্যাংক স্কুল মাঠে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি নির্ণয় শিবির। শিবিরের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার বিশ্বজিত মাহাতো। উপস্থিত ছিলেন জেলার অন্যান্য পুলিশ আধিকারিকগন সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন শিবিরে দুইশো জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে। জানা গেছে এদের মধ্যে যাদের ছানি নির্ণয় হয়েছে পরবর্তীতে তাদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। যাদের চশমা প্রয়োজন তাদের ভর্তুকিমূল্যে চশমা দেওয়া হবে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
বানারহাট থানার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি নির্ণয় শিবির
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি