আগামী বৃহস্পতিবার (Jalpaiguri)ছট পুজো অনুষ্ঠিত হবে বিভিন্ন নদীতে নির্মিত ছট ঘাটে। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর কলোনীর সাহু নদীতে নির্মিত ছট পুজোর ঘাট পরিদর্শন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি সোমনাথ দাস, আমবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি হিরুকান্তি সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকগন। জানা গেছে এদিন ছটঘাট পরিদর্শন করে পুলিশ আধিকারিকগন ছট পুজোর উদ্যোক্তাদের পুজো বিষয়ে সরকারি নিয়মাবলী সম্পর্কে অবহিত করেন এবং ঘাটের ও পুজোর প্রস্তুতি খতিয়ে দেখেন। উদ্যোক্তারা জানান এই ঘাটে দীর্ঘ ঊনিশ বছর ধরে ছট পুজো আয়োজিত হচ্ছে। তাদের আশা প্রতি বছরের মতো এবারও কয়েক হাজার পূণ্যার্থী এই ঘাটে ছট মাইয়ার পুজোয় ব্রতী হবেন।
Jalpaiguri: রাজগঞ্জে সাহু নদীর ছটঘাট পরিদর্শন করলেন পুলিশ কর্তারা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper