মঙ্গলবার (Jalpaiguri) জলশহরের সমাজপাড়ায় মহিলা তৃনমূল কংগ্রেসের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্না বিক্ষোভ অনুষ্ঠিত হল। (Jalpaiguri) উল্লেখ রাজ্য তৃনমূলের মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে কোলকাতা, দুর্গাপুর, উত্তরের শিলিগুড়িতে ধর্না ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে। এরপর জেলায় জেলায় এই ধর্না বিক্ষোভ করার কথা ছিল মহিলা তৃণমূল কংগ্রেসের।এদিন জলপাইগুড়ি তথা জলশহরে এই ধর্না বিক্ষোভ পালন করল জলপাইগুড়ি মহিলা তৃনমূল কংগ্রেস কমিটি। মুলত কেন্দ্রীয় বঞ্চনা, ১০০ দিনের কাজ, প্রধান মন্ত্রী আবাস যোজনা চালু করা, রাজ্যের প্রাপ্য বকেয়া আদায়, কেন্দ্রীয় সরকারের ইডি সিবিআই এর রাজনৈতিক স্বার্থ ব্যাবহার করছে বলে অভিযোগসহ একাধিক দাবিতে এই ধর্না বিক্ষোভ বলে জানিয়েছে মহিলা তৃনমূল। এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাধিপতি তথা মহিলা জেলা সভানেত্রী নুরজাহান বেগম সহ জেলা মহিলা তৃনমূলের নেত্রীরা।।
Jalpaiguri: জলশহরে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্না বিক্ষোভ মহিলা তৃণমূল কংগ্রেসের
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper