বুধবার জলপাইগুড়ির (BJP) ময়নাগুড়িতে বিধানসভার বিজেপি মুখ্যসচেতক মনোজ টিগ্গা বিজেপির ডাকে একটি দলীয় বৈঠকে যোগ দিলেন,ময়নাগুড়ির “ধর্মশালা ” ভবনে । (BJP) উল্লেখ এক সময় বিজেপির তাবড় তাবড় নেতারা ” বুথ মজবুত “করনের কথা বলেন! সত্যিই তো বুথ মজবুত হচ্ছে রাজনীতির ভিত্তি। তেইশের পঞ্চায়েত ভোটের আগে এই কাজ সেরে ফেলতে চাইছে বঙ্গ বিজেপি।
এই চ্যালেঞ্জ নিয়ে লোকসভাবিজেপির মূল লক্ষ্য! এবারে লোকসভায় এ রাজ্যের বিজেপির আসন বৃদ্ধির কথা বলে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ। উল্লেখ উনিশের লোকসভা ও একুশের বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছে বিজেপি! বিজেপির মতে, দুই থেকে আঠারো এমপি এবং তিন থেকে সাতাত্তুর জন সদস্য বিধানসভায়। তবে একটা কথা অবশ্যই মানতে হবে পশ্চিমবঙ্গ বিধানসভায় মেলে ঝুলে বিরোধী নেই একক বৃহত্তম বিরোধী শক্তিশালী বিরোধীদল বিজেপি।
এর আগের দুটো বিধানসভায় আমরা দেখেছি অন্যরকম চেহারা।তবে এ কথাও মানতেই হয় কিছু দিন আগে অবধি বিজেপি বাংলায় এমন অনেক বুথ আছে যেখানে বুথ কমিটি করতে পারেনি বিশেষত সংখ্যালঘু এলাকায়! তবে ইদানীং বিজেপি সংখ্যালঘুদের কাছে ঘেঁষেছে, সাম্প্রতিক ঘটানাবলী এমন যোগ করেছে। অনেক সংখ্যালঘুরা বিজেপিতে যোগদিচ্ছে। এদিন জলপাইগুড়ি ময়নাগুড়িতে সাংগঠনিক বৈঠক, বুথ সশক্তিকরনও কেন্দ্রীয় সরকার নবমবর্ষ উপলক্ষে এলাকায় নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক। বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধানসভায় বিজেপির মুখ্যসচেতক মনোজ টিগ্গা, জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীসহ অন্যান্যরা।