বকেয়া মজুরি (Jalpaiguri) প্রদানের দাবিতে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চুনাভাটি ও নিউ ডুয়ার্স চা বাগানের ম্যানেজার এর অফিসের সামনে সোমবার থেকে ধর্না শুরু করলেন চা শ্রমিকরা। উল্লেখ্য বানারহাট ব্লকে এই দুটি চা বাগান সহ কারবালা চা বাগান এবং বানারহাট চা বাগান চারটি কেন্দ্রীয় সরকারের সংস্থা এন্ড্রু উইল এর পরিচালনাধীন। এই চারটি চা বাগানে শ্রমিকদের ছয় সপ্তাহ ও সাব স্টাফদের তিন মাসের মজুরি বকেয়া আছে। চা বাগান কর্তৃপক্ষ তাদের মজুরি দিচ্ছেননা। বকেয়া মজুরির দাবিতে শ্রমিকরা এর আগে জাতীয় সড়ক ও এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। কিন্তু চা বাগান কর্তৃপক্ষ তাদের মজুরি মিটিয়ে দেয়নি একারনেই সোমবার এই দুটি চা বাগানে শুরু হয়েছে ধর্না কর্মসূচি। শ্রমিকরা জানান আগামী সোমবার অপর চা বাগান দুটিতেও ধর্না কর্মসূচি শুরু হবে। এরপরও কর্তৃপক্ষ তাদের মজুরি মিটিয়ে না দিলে তারা আরও বৃহত্তর আন্দোলন শুরু করবেন।
Jalpaiguri: বকেয়া মজুরি প্রদানের দাবিতে শ্রমিকদের ধর্না চা বাগানের ম্যনেজারের অফিসের সামনে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper