শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Raiganj: কালিপুজোর আগে রাজগঞ্জ থানা এলাকায় চলছে অবৈধ মদ সহ জুয়া খেলার বিরুদ্ধে অভিযান

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, রাজগঞ্জ

Raiganj: কালিপুজোর আগে রাজগঞ্জ থানা এলাকায় চলছে অবৈধ মদ সহ জুয়া খেলার বিরুদ্ধে অভিযানআসন্ন কালিপুজোর (Raiganj) আগেই জলপাইগুড়ি জেলা পুলিশের রাজগঞ্জ থানার পুলিশ থানা এলাকা জুড়ে শুরু করেছে অবৈধ মদ সহ জুয়া খেলার বিরুদ্ধে অভিযান। পুলিশ সূত্রে জানা গেছে গত দুইনের অভিযানে থানা এলাকার বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমান অবৈধ মদ সহ জুয়া খেলার উপকরন বাজেয়াপ্ত করার পাশাপাশি কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হয়েছে। কালিপুজোয় জুয়া খেলা সহ অবৈধ মদ বিক্রির কারবার বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ রাজগঞ্জ থানার পুলিশ। একারনেই অবৈধ মদ বিক্রির কারবার সহ জুয়া খেলার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি কালিপুজো ও কালিপুজো উপলক্ষ্যে মেলার আয়োজক ক্লাবগুলিকে জুয়া খেলা ও অবৈধ মদ বিক্রির কারবার সম্পর্কে সচেতন করা হয়েছে ও এলাকাবাসীকে সচেতন করতে প্রতিনিয়ত প্রচার চালানো হচ্ছে। পুলিশের এই অভিযান জারী থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।