বিশ্বহিন্দু পরিষদ এবং দুর্গা বাহিনীর (HOWRAH) পক্ষ থেকে কালিয়াগঞ্জের রাজ বংশী নাবালিকার উপর যে পাশবিক নির্যাতন ও বীরভূমের সাধু কে নিসংশ হত্যার প্রতিবাদে রবিবার বিকেল চারটে ত্রিশ নাগাদ হাওড়া ময়দানে বিক্ষোভ সমাবেশ ।দাহ করা হয় কুশ পুতুল ।হাওড়া থানা তরফ থেকে থেকে পুলিশ মতায়ন করা হয় । এর ফলে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত।
HOWRAH: কালিয়াগঞ্জের নাবালিকা নির্যাতন সহ বীরভূমের সাধু হত্যার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও দূর্গা বাহিনীর বিক্ষোভ হাওড়ায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া