ডেঙ্গি নিয়ে তথ্য চাপছে কলকাতা পুরসভা। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে কলকাতা কার্পোরেশন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। রাজ্য সদর দপ্তর মুরলিধর সেন লেন মিছিল শুরু করে কলকাতা পুরসভা অভিমুখে রওনা দেয় বিজেপির নেতা কর্মীরা। সেন্ট্রাল এভিনিউয়ের যোগাযোগ ভবনের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে যাবার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধ্বস্তাধস্তি বেধে যায়।
পুলিশি বাধা পেয়ে ক্ষোভে বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়েন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ চ্যাঙদোলা করে বিক্ষোভকারীদের রাস্তা দিয়ে সরিয়ে দেয়। সেইসঙ্গে যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন , বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ কলকাতা কার্পোরেশনের দুই কাউন্সিলর সজল ঘোষ ও মিনা দেবী পুরোহিত সহ একাধিক নেতা নেত্রী দের পুলিশ আটক করে লালবাজারে নিয়ে যায়। বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল দাবি করলেন, ডেঙ্গি নিয়ে তথ্য গোপন করা হচ্ছে। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কতজন আক্রান্ত, আর কতজন মারা গিয়েছেন, তা জানানো হোক।
Kolkata: ডেঙ্গি ইস্যুতে বিজেপি যুব মোর্চার কলকাতা পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার ,আটক ডাঃইন্দ্রনীল খাঁন অগ্নিমিত্রা পাল সজল ঘোষ সহ একাধিক নেতা নেত্রী
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper