প্রাকৃতিক সৌন্দর্যের খনি (Alipurduar ) আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ফাঁসখাওয়াকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। (Alipurduar )ভূটান পাহাড়ের পাদদেশে অবস্থিত এই এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যের খনি।(Alipurduar ) পাহাড়, ঝর্ণা, জঙ্গল, আর চা বাগানের সবুজ গালিচা পাতা ফাঁসখাওয়া হয়ে উঠতে পারে পর্যটক আকর্ষনের কেন্দ্রবিন্দু। এলাকাটি চা বাগান নির্ভর।
হাড়ি ও জঙ্গল অধ্যূষিত এলাকা হওয়ায় কৃষি নির্ভরতা কম। এখানে রয়েছে চা বাগানের বাংলো সহ বন বিভাগের রেস্ট হাউজ। ফাঁসখাওয়াকে কেন্দ্র করে ঘুরে নেওয়া যায় হাতিপোতা, চুনিয়া সহ বেশ কিছু এলাকা। আলিপুরদুয়ার থেকে রাজ্য সড়ক ধরে দুপাশে শাল, সেগুন, চিকরাশী বনের মধ্য দিয়ে গাড়ী করে পৌঁছে যাওয়া যায় এই নৈসর্গিক স্বর্গের মাঝখানে। কপাল ভালো থাকলে বন পথ ধরে আসার সময় গাড়ির সামনে হাজির হয়ে যেতে পারে বুনো হাতি, ময়ূর, অজগর বা ভয় চকিত হরিণ।
দেখতে পাওয়া যাবে প্রচুর বানর, কানে আসতে বাধ্য নাম জানা বা অজানা বহু পাখির কলতান। রাতে কোনো বাংলো বা কারো বাড়িতে আশ্রয় নিলে শুনতে পাওয়া যাবে বনের বিভিন্ন প্রাণীর তর্জন গর্জন। এহেন প্রাকৃতিক সৌন্দর্যের খনি আজও রয়েছে প্রচারের আলোর বাইরে। এলাকাবাসীর অভিযোগ সরকারি অবহেলাই এর জন্য দায়ী। তাদের দাবি এখানে সরকারি উদ্যোগে গড়ে তোলা হোক পর্যটক নিবাস, এলাকাটিকে স্থান দেওয়া হোক পর্যটন মানচিত্রে। এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে এলাকায় গড়ে উঠবে হোটেল, হোম- স্টে। পর্যটকদের আনাগোনা শুরু হলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলেই তাদের বিশ্বাস। তাদের দাবি কি আদৌ বাস্তবে রূপ পাবে তা বলবে ভবিষ্যৎ।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper