৯৯ তম ভারতমাতা পূজার শুভ উদ্বোধন করলেন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয় ।ভারত মায়ের সামনে ভারতের এক মহান ক্রিকেটার এই ছবি ফুটে উঠলো শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডের ভারতমাতা সংঘের পূজা মণ্ডপে ।শতাধিক বস্ত্র উপহার তুলে দিলেন পিছিয়ে পড়া মানুষদের মধ্যে ।
লজেন্স হাতে বাচ্চাদের সঙ্গে মিশে গেলেন বিধায়ক মনোজ তিওয়ারি এ যেন বিধায়কের ছোটবেলায় ফিরে যাওয়ার কথা মনে করিয়ে দিচ্ছিল । সংঘের সম্পাদক সৌম্য ঘোষের উপস্থিতিতে বহু গুণীজনের সমাবেশ ঘটেছিল তার মধ্যে প্রতিদিন সংবাদপত্রের সাংবাদিক রূপায়ণ গাঙ্গুলী মহাশয় উজ্জ্বল এক নক্ষত্র বিরাজ করছিল। আমরা সকলে তাকিয়ে রইলাম আগামী বছরের ১০০ বছর পূর্তি উপলক্ষ অনুষ্ঠানের দিকে। ভারত বর্ষ স্বাধীনতা লাভ করার আগে থেকে এই পূজার শুরু যেখানে এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো ভারত মাতা পূজা।
Manoj Tiwary: ৯৯ তম ভারত মাতা পূজার শুভ উদ্বোধনে বিধায়ক মনোজ তিওয়ারি মহাশয়
রিপোর্ট : মহাশীষ রায় , এই যুগ, হাওড়া