বাঙালি অভিনেত্রী রিয়া সেন কোচবিহারের মেয়ে । মা মুনমুন সেন কিংবা ঠাকুমা সুচিত্রা সেন- এর ছায়া থেকে বেরিয়ে নিজের এক স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন তিনি । ৯০ এর দশকে ‘বিষকন্যা’ ছবি দিয়ে বলিউডের অভিনয় জগতে পা রাখেন রিয়া। এরপর বাংলা ও হিন্দি ছবিতে চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী। তবে বর্তমানে খুব একটা অভিনয় করতে দেখতে পাওয় যায় না এই বাঙালি অভিনেত্রীকে।রুপোলি পর্দার থেকে খানিকটা দূরেই আছেন অভিনেত্রী। তবে, মডেলিং ও ফটোশুট চালিয়ে যাচ্ছেন রিয়া সেন। জানা যাচ্ছে বেশ কিছু ওয়েব সিরিজেও নাকি কাজ শুরু করেছেন অভিনেত্রী।সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় রিয়া। সোশ্যাল মিডিয়াতে প্রায় ১৪ লক্ষের কাছাকাছি অনুগামী রয়েছে রিয়ার। সেখানে মাঝে মধ্যেই নিজের ফটোশুটের ছবি শেয়ার করেন। সেই ছবিতে হট অবতারে হাজির হন রিয়া।যত দিন যাচ্ছে ততই যেন আরো হট অবতারে ধরা দিচ্ছেন অভিনেত্রী। তার প্রতিটি ছবিই সোশ্যাল মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার হওয়া মাত্রই লক্ষ লক্ষ লাইক চলে আসছে। যা দেখে অভিনেত্রীর জনপ্রিয়তা কতটা সে সম্পর্কে জানাই আন্দাজ পাওয়া যায়।এবছর নিজের জন্মদিনেও বোল্ড লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। যা দেখে রীতিমত চক্ষু চড়ক গাছ হয়েছিল নেটিজেনদের।সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলেছিল সেই পোস্ট। বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে ঘর করলেও নায়িকার জলবা যে বিন্দুমাত্র কমেনি সেটা তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই বোঝা যায় । তার ভক্তরা এখনও নায়িকার রূপে মুগ্ধ হয়ে আছে।অপেক্ষায় আছে আগামীতে নায়িকা আবার কোন চমক নিয়ে হাজির হয় ।
Tags Riya Sen
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper