পবিত্র মিলাদ ঊন নবী উপলক্ষ্যে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের টটপাড়া এক নম্বর অঞ্চলের পুকুরিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত হল শোভাযাত্রা। উল্লেখ্য ইসলাম ধর্মের প্রবর্তক নবী হজরত মুহাম্মদ এর জন্ম দিবসের দিনটিকেই ইসলাম ধর্মাবলম্বী গন পবিত্র মিলাদ ঊন নবী হিসাবে পালন করে থাকেন। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আওয়ালের বারো তারিখ নবী মুহাম্মদ আবির্ভুত হয়েছিলেন। উদ্যোক্তারা জানান এদিন নবী মুহাম্মদ এর জীবন ও শিক্ষাকে স্মরনে রেখে শোভাযাত্রা থেকে বিশ্ব সৌভ্রাতৃত্বের বানী প্রচার করা হয়।
Alipurduar: পবিত্র মিলাদ ঊন নবী উপলক্ষ্যে শোভাযাত্রা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার