একত্রিশে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালিত হবে দেশ জুড়ে। এই উপলক্ষ্যে শিলিগুড়ির রানীডাঙ্গাস্থিত সশস্ত্র সীমা বলের ফ্রন্টিয়ার হেড কোয়ার্টার এর এস এইচ কিউ ব্যাটালিয়ন এবং সশস্ত্র সীমা বলের একচল্লিশ নম্বর ব্যাটালিয়ন এর যৌথ উদ্যোগে একটি সাইকেল র্যালি আয়োজিত হয় রবিবার। এই সাইকেল র্যালিতে নেতৃত্ব দেন সশস্ত্র সীমা বলের ফ্রন্টিয়ার হেড কোয়ার্টার এর আই জি অমিত কুমার। র্যালিটি রাণীডাঙ্গার সশস্ত্র সীমা বলের হেড কোয়ার্টার থেকে শুরু হয় এবং এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে রাষ্ট্রীয় একতা রক্ষার বার্তা দেয়।
Siliguri: রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে সশস্ত্র সীমা বলের সাইকেল র্যালি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper