পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সোমবার সিউড়ি রেলওয়ে স্টেশনে আসেন রেলের বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখার জন্য। তিনি এদিন সিউড়িতে আসার পরই দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এবং সিউড়ির ব্যবসায়ী ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধিরা তার সামনে বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে স্মারকলিপি জমা দেন। তাদের তরফ থেকে স্মারকলিপি জমা দিয়ে যে সকল দাবি-দাওয়া রাখা হয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, দ্রুত হাটজান বাজার রেল ওভারব্রিজ নির্মাণের কাজ শেষ করতে হবে। এছাড়াও তিন নম্বর প্লাটফর্ম থেকে যে সকল ট্রেন ছাড়া হয় সেগুলি যেন এক নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ার ব্যবস্থা করা হয় অথবা অন্য কোন বিকল্প ব্যবস্থা করা হয়। পাশাপাশি দূরপাল্লার যে সকল ট্রেন আগে সিউড়িতে স্টপেজ দিত অথচ এখন দেয় না সেগুলিকে পুনরায় স্টপেজ দেওয়ার ব্যবস্থা করা। শহরের ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের কথা মাথায় রেখে এই সকল দাবি দাওয়া রাখা হয়েছে বলে জানানো হয় তৃণমূল কংগ্রেস প্রতিনিধি এবং ব্যবসায়ীদের তরফ থেকে। এ সকল দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে জেনারেল ম্যানেজার জানান, রেল ওভারব্রিজ নির্মাণের কাজ দ্রুত করার ব্যবস্থা করা হচ্ছে এবং অন্যান্য যে সকল দাবি-দাওয়া রয়েছে সেগুলিও গুরুত্ব সহকারে দেখা হবে।
Siuri railway station: রেলের কাজকর্ম পরিদর্শনে সিউড়ি রেলওয়ে স্টেশনে হাজির পূর্ব রেলের জেনারেল ম্যানেজার
রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী , এই যুগ, বীরভূম
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper