শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Karate: ভিন রাজ্যে গিয়ে ডুয়ার্সের নাম উজ্জ্বল করলো আট কৃতি

রিপোর্ট : আবির ভট্টাচার্য , এই যুগ, ডুয়ার্স

Karate: ভিন রাজ্যে গিয়ে ডুয়ার্সের নাম উজ্জ্বল করলো আট কৃতিজাতীয় স্তরের( karate )কারাতে প্রতিযোগিতায় বিশেষভাবে সাফল্য পেল ডুয়ার্সের ৮ সন্তান ।( karate ) কখনো কলকাতা, কখনো নেপাল, কখনো বাংলাদেশ, কখনো বা আসাম থেকে একের পর এক প্রতিযোগিতায় পদক জিতে প্রতিযোগিতার মাধ্যমে মাতৃভূমির মুখ উজ্জ্বল করছেন এই ডুয়ার্সের সন্তানরা ।

আসাম রাজ্যের কামরূপ জেলায় গত ৫ এবং ৬ আগস্ট অনুষ্ঠিত একটি জাতীয় স্তরের প্রতিযোগিতা মোট ৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন । এই ৮জন প্রতিযোগীর মধ্যে ৫ জন প্রতিযোগী স্বর্ণপদক এবং ৩ জন প্রতিযোগী রুপোর পদক জয়লাভ করে ডুয়ার্সকে গর্বিত করেছে । এদের মধ্যে সরস্বতী মজুমদার, রমন ঠাকুর, প্রীতম রায়, অবিনাশ খারিয়া, বিদিয়া ঊড়াও ৫ জন প্রথম স্থান অধিকার করে এবং অভিক দত্ত, গৌরব খারিয়া ও গৌরব ছেত্রী তিনজন প্রতিযোগী দ্বিতীয় স্থান অধিকার করে । ডুয়ার্স স্পোর্টস এন্ড ক্যারাটে একাডেমির সেক্রেটারি কৈলাস বর্মন এবং সংস্থার প্রশিক্ষক সুজন মজুমদারের নেতৃত্বে এরা সকলেই আমাদের রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।