হাওড়া কোনা হাইরোড মোড়ের কাছে ৫৭ নম্বর রুটের একটি পাবলিক বাসে আচমকায় আগুন লেগে যায় রাত একটা সময় আগুন লাগে, ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা প্রথমে দেখতে পেয়ে তারা তড়িঘড়ি খবর দেয় বালি ফায়ার ব্রিগেডকে ঘটনাস্থলে একটি ইঞ্জিন আসে প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সম্ভবত ইলেকট্রিক শর্ট-সার্কিটে এর কারণে আগুন লেগেছে প্রাথমিক ভাবে অনুমান করছে ফায়ার অফিসার ইনচার্জ। তিনি এও জানান যে প্রায় আরো চারটি গাড়িতে অগ্নিসংযোগ ঘটতো পারতো কিন্তু লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা তারা দ্রুততার সঙ্গে গাড়ি ঠেলে সরিয়ে দেওয়ার ফলে চারটি বাস ও তার পাশাপাশি দুটি লরি ফেরত আগুনের হাত থেকে যায়।
Howrah: হাওড়ার কোনা হাইরোডে বেসরকারী বাসে আগুন
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper