ছেলেদের রাতের ঘুম ওড়াতে ভোজপুরি ইন্ডাস্ট্রি বরাবরই অভ্যস্ত I আর এবারে দর্শকদের ঘাম ঝরাতে ভাইরাল হল নম্রতা মাল্লার মন মাতানো ভিডিও।নম্রতা মাল্লা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক পরিচিত নাম I তাকে অনেকে ভোজপুরি ইন্ডাস্ট্রির নোরা ফাতেহি ও বলে Iঅভিনেত্রীকে সাধারণত তার ভক্তদের নজর কাড়তে একের পর এক সেক্সি পোস্ট দিতে দেখা যায়। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে নম্রতা তার বিকিনি লুক ভক্তদের কাছে তুলে ধরেন। নম্রতার বেলি ডান্স সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই শোরগোল পড়ে নেটদুনিয়ায়, হাজার হাজার লাইক পাওয়া ভিডিওটিকে বারংবার রিটুইট করেন ভক্তরা। আর এবারের ভিডিওতে রয়েছে যৌবনের ছোঁয়া যেখানে টোনড ফিগারে কোমর দুলিয়ে বেলি ডান্স করছেন নম্রতা I ধূসর রঙ সহ কালো বর্ডার দেওয়া ব্রা আর কালো কাপড় দিয়ে পায়ের কিছুটা অংশ ঢেকেছেন তিনি।ভোজপুরি ইন্ডাস্ট্রিতে “নোরা ফাতেহি” বলে উল্লেখ করা হয় তাকে। তার অভিনয়ের মধ্যে রয়েছে বেলি ডান্সিং এছাড়াও তেলেগু ছবির একটি আইটেম গানে ক্যামিও করতে চলেছেন নম্রতা। এর পরে, তাকে আরও বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে দেখা যাবে। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে সক্রিয় তো বটেই পাশাপাশি তার নাচের মাধ্যমে দর্শকদের আকর্ষন করেন এই অভিনেত্রী। তার চাবুক ফিগার আর হটনেসের ডবল ডোজ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল। এবারও তার ব্যতিক্রম হয়নি I শীতের সকালে তার বেলি ডান্সারে ভিডিও নেটদুনিয়াতে উষ্ণতা বেরিয়েছে I
Tags Namrita Malla
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper