Breaking News

Accident: যাত্রী বোঝাই অটো উল্টে গেল

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Accident: যাত্রী বোঝাই অটো উল্টে গেল যাত্রী বোঝাই ( Accident)অটো উল্টে গেল শামুকতলা হাতিপোতা রাজ্য সড়কের ধওলাঝোড়া চা বাগানের গেট সংলগ্ন এলাকায় সোমবার বিকেল চারটা নাগাদ। এদিন বিকেলে হাতিপোতা থেকে একটি যাত্রী বোঝাই অটো শামুকতলার দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ‌ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় শামুকতলা থানার পুলিশ। ‌ পুলিশ গিয়ে অটো টিকে শামুকতলা থানায় নিয়ে আসে। ‌ প্রাথমিক চিকিৎসার পর যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে জানিয়েছেন শামুকতলা থানার পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।