বরানগর থানার বনহুগলির অর্থোপেডিক কলেজ এন্ড হাসপাতালের হস্টেলে মেডিকেল পড়ুয়ার রহস্যজনক মৃত্যু ঘিরে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়াল। বিহারের গয়ার বাসিন্দা মৃত পড়ুয়া প্রিয় রঞ্জন সিং (২১)। মেডিকেলের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন প্রিয় রঞ্জন। পড়ুয়াদের বিক্ষোভের জেরে চিকিৎসা পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার রাতে হস্টেলের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে সহপাঠিরা কামারহাটি সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাবার পথেই তাঁর মৃত্যু হয়। বিক্ষোভরত পড়ুয়াদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার অধিকৃত এই অর্থোপেডিক হাসপাতালে নূন্যতম পরিষেবা মেলে না। এম্বুলেন্স না থাকায় বাইকে চাপিয়ে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাবার পথেই প্রিয় রঞ্জনের মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের দাবি তুলে মঙ্গলবার হাসপাতালের গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা। এদিকে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারে গেলে বরানগর থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। যদিও মৃতের দাদা প্রবীণ রঞ্জন বরানগর থানায় ওই কলেজের নয়জন সিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রবীণ রঞ্জনের অভিযোগ, হস্টেলে প্রতিনিয়ত ভাইকে রাগিংয়ের শিকার হতে হতো। জুন মাসে এন্টি-রাগিং সেলে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কোনও সুরাহা মেলেনি। দায়ের করা হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। প্রবীনের দাবি, সিনিয়ারদের অত্যাচার সহ্য করতে না পেরে ভাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিকের অধিকর্তা পি পি মহান্তি বলেন, কি কারনে এই ঘটনা, তা পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি পড়ুয়াদের দাবিও মেনে নেওয়া হয়েছে। তবুও ওরা আন্দোলন থেকে পিছু হটতে নারাজ। অধিকর্তা জানান, রাগিংয়ের অভিযোগের ভিত্তিতে গত জুলাই মাসে পাঁচজন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে। তবে মৃতের ঘর থেকে পুলিশ একটি সুইসাউড নোট উদ্ধার করেছে। যদিও সেটা প্রিয় রঞ্জনের লেখা কিনা, তা এখনও পরিষ্কার নয়।
বরানগরে অর্থোপেডিক হাসপাতালের হস্টেলে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা, চিকিৎসা পরিষেবা বিপর্যস্ত
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper