বারো দফা দাবিতে (CoochBehar) কোচবিহার দুই নম্বর ব্লকের বিডিও কে ডেপুটেশন দিল ভারতের ছাত্র ফেডারেশনের পুন্ডিবাড়ি লোকাল কমিটি। (CoochBehar) মঙ্গলবার সংগঠনের কর্মী সমর্থকরা মিছিল করে পুন্ডিবাড়িতে কোচবিহার দুই নম্বর বিডিও অফিস চত্বরে জমায়েত হন এবং বিডিওকে ঘেরাও করে স্লোগান দিয়ে তাদের দাবি সমূহ জানাতে থাকেন। ঘন্টাখানেক ঘেরাও কর্মসূচির পর কয়েকজন প্রতিনিধি বিডিও দপ্তরে যান ও তাদের দাবিপত্র তুলে দেন। ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষে জানানো হয় তাদের বারো দফা দাবীর মধ্যে অন্যতম হলো সরকারি বা বেসরকারি পরিবহনে ছাত্র ছাত্রীদের জন্য অর্ধেক ভাড়া চালু করা,গ্রন্থাগারিকের অভাবে বন্ধ হয়ে যাওয়া গ্রামীণ গ্রন্থাগারগুলিতে গ্রন্থাগারিক ও সহায়ক কর্মী নিয়োগ করে দ্রুত গ্রন্থাগার গুলি খোলার ব্যবস্থা করা, জাতীয় শিক্ষানীতি বাতিল করা। বিডিও ডেপুটেশন গ্রহন করে জানান তিনি দাবিপত্রটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।
SFI CoochBehar: বারো দফা দাবিতে বিডিও কে ডেপুটেশন ভারতের ছাত্র ফেডারেশনের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper