দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের উদ্যোগে শিলিগুড়ির তেরো নম্বর ওয়ার্ডের পাঞ্জাবীপাড়ায় দ্বারোদঘাটন হলো নিপীড়িতা আঠারো ঊর্ধ্ব মহিলাদের জন্য স্বল্পমেয়াদী একটি হোমের। এই হোমের দ্বারোদঘাটন করেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। জানা গেছে নানান কারনে অসুবিধায় পড়া, অপহরণ হয়ে যাওয়া উদ্ধারকৃত মহিলারা ও বিভিন্নভাবে পারিবারিক হিংসা বা অন্যান্য কারনে নিগৃহীতা মহিলা যাদের বয়স আঠারো বছরের বেশী তাদের স্বল্পকালীন মেয়াদে রাখার ব্যবস্থা থাকছে এই হোম বা আস্তানায়। এর ফলে নিপীড়ীতা মহিলাদের স্বল্প কালীন সময়ের জন্য আশ্রয় দানের যে সমস্যা ছিল তা দূর হবে।
Goutam Deb Siliguri: নিপীড়িতা আঠারো ঊর্ধ্ব মহিলাদের জন্য স্বল্পমেয়াদী হোমের দ্বারোদঘাটন করলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper