হাওড়ার সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি (Fire) পরিত্যক্ত জমিতে হঠাৎ ই আবর্জনা স্তুপে ও জঙ্গলে অগ্নিকাণ্ড ঘটে। (Fire) আশপাশের কারখানার শ্রমিকদের কথায় এই পরিত্যক্ত জমিতে আবর্জনা ফেলা হত আশপাশের কারখানার।আনুমানিক দুপুর তিনটে নাগাদ ধোঁয়া দেখতে পান তারা। পরবর্তী সময়ে এই ধোঁয়া আস্তে আস্তে বাড়তে থাকে এবং এলাকায় ধোঁযাতে ঢাকতে শুরু করে। খবর দেওয়া হয় সাঁকরাইল থানাকে, ঘটনাস্থলে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ। আশপাশ অঞ্চলে কারখানা থাকায় ভয়ের আশঙ্কা করছিলেন আশপাশের কারখানার মালিকরা। পাশের একটি কারখানা থেকে আগুন নেভাবার জন্য তারা জল ও দিতে থাকেন।যেহেতু ঘন জঙ্গল গরমের সময় শুকনো পাতা ও কাঠের জন্য এবং তার সঙ্গে বজ্র পদার্থের , এই দুইয়ের মিশ্রনের কারণে হয়তো আগুন বাড়তে থাকে বলেই মনে করছেন স্থানীয়রা।
Fire Sankrail: সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ড
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া