শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

siliguri: শিলিগুড়িতে ট্রাফিক পুলিশের সাথে বচসা টোটো চালকের

রিপোর্ট : ঋত্বিক ভট্টাচার্য্য , এই যুগ, শিলিগুড়ি

siliguri: শিলিগুড়িতে ট্রাফিক পুলিশের সাথে বচসা টোটো চালকেরদিন দিন বেড়েই চলেছে (siliguri) শিলিগুড়িতে টোটোর সংখ্যা। আর যার ফলে প্রায়শই গন্ডগোলের সৃষ্টি হচ্ছে শহরে। ঠিক তেমনি ফের একবার টোটো চালকের সাথে পুলিশের বচসার খবর সামনে এলো মঙ্গলবার। জানা গিয়েছে, এদিন দুপুরে শিলিগুড়ির ঝংকার মোড় ট্রাফিকের পাশে এক টোটো চালক তার টোটো দাঁড় করিয়ে বাথরুমে যান। ঠিক সেই সময় ওই ট্রাফিকে কর্মরত এক পুলিশ সেই টোটোটিকে বাজেয়াপ্ত করে বেআইনি ভাবে টোটো দাঁড় করানোর জন্য এবং টোটোর চাবি খুলে নিয়ে চলে যান সেই পুলিশ। পরে টোটো চালক বাথরুম থেকে এলে পুরো বিষয় জানতে পারে। তারপর সে ট্রাফিক পুলিশের সাথে কথা বলতে গেলে ট্রাফিক পুলিশ নাকি তার সাথে ধমক দিয়ে কথা বলে এবং এরপরই বাধে বচসা। এই বচসার জেরে অনেকেই ভিড় জমান ওই এলাকায়। পরে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু ঘোষ সেখানে পৌঁছায় এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়। ঘন্টাখানেক পর পুলিসি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।