বুধবার “দ্য কেরালা স্টোরি” (the kerala story) মুভিটি বন্ধের প্রতিবাদে প্রতিবাদ মিছিল করল শিলিগুড়ি বিজেপি। সারা দেশে যখন সদ্য মুক্তি পাওয়া, দ্য কেরালা স্টোরি রমরমিয়ে চলছে সেখানে সাম্প্রদায়িকতার অজুহাত দিয়ে মুভিটি বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এদিন শিলিগুড়ি বিজেপি সে নিয়ে পথে নামল। উপস্থিত ছিল বিধায়ক আনন্দময় বর্মন, নান্টু পালসহ অন্যান্যরা।
the kerala story: “দ্য কেরালা স্টোরি” বন্ধের প্রতিবাদে বিজেপির মিছিল শিলিগুড়িতে
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper