কোচবিহারের (CoochBehar) কালজানি এলাকার এক নাবালিকা স্কুল ছাত্রীর ধর্ষকদের ফাঁসীর দাবিতে কোচবিহার বাবুরহাটের রাজেন তেপথিতে বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন স্কুলের ছাত্ররা কোচবিহার তুফানগঞ্জ সড়ক অবরোধ করে। (CoochBehar) উল্লেখ্য স্কুল ছাত্রী কে পাঁচজন দুষ্কৃতি রাস্তা থেকে একটি বাড়িতে তুলে নিয়ে গিয়ে আটক করে ধর্ষন করে। পরে মেয়েটির শারীরিক পরিস্থিতি কজারাপ হওয়ায় রাস্তায় ফেলে রেখে যায়। সেখান থেকে মেয়েটিকে কোচবিহার হাসপাতালে ভর্তি করে তার বাড়ির লোকজন। কয়েকদিন লড়াইয়ের পর মেয়েটির মৃত্যু হয়। উত্তপ্ত হয়ে ওঠে গোটা কালজানি। স্থানীয়দের সাথে পুলিশের খন্ড যুদ্ধ হয় বুধবার। সেই ধর্ষকদের ফাঁসীর দাবিতে ছাত্ররা পথ অবরোধ করে। পরে পুলিশ গিয়ে অবরোধকারি ছাত্রদের সাথে কথা বলে ও আইন মোতাবেক ধর্ষকদের শাস্তি হবে এই আশ্বাস দিলে অবরোধকারিরা অবরোধ তুলে নেয়।
CoochBehar: নাবালিকা স্কুল ছাত্রীর ধর্ষকদের ফাঁসীর দাবিতে পথ অবরোধ ছাত্রদের ,কোচবিহারে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper