রাজ্যের (TMC) কনিষ্ঠতম জয়ী তৃনমূল প্রার্থী তানিয়া পারভীন, বেড়াচাঁপা ডক্টর শহিদুল্লাহ কলেজের তৃতীয় বর্ষের বাংলা বিভাগের এখনো পড়াশোনা করেন। (TMC) উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মধ্যমপুর ৭১ নম্বর বুথে তৃণমূলের জয়ী প্রার্থী বছরে ২১ এর তানিয়া পারভিন, স্বামী হাবিব আজাদ মোল্লা শিমুল সরকারি হাসপাতালে ঠিকাদার সংস্থায় কর্মরত।(TMC) তানিয়া ডঃ শহীদুল্লাহ কলেজের ছাত্র রাজনীতি দেখে উঠে আসা নতুন সূর্য এবারে রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবোজোয়ার যুব তৃণমূল নেত্রী নেতাদের ভূমিকা ছিল এবার চোখে পড়ার মতো।
একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে থেকে লড়াই সংগ্রাম দেখেছেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নবজুয়ারের মধ্যে উঠে আসা লড়াকু নেত্রী এবার পঞ্চায়েতে ভূমিকায় দেখা যাবে। সেই ছবি দেখা গেল এবার পঞ্চায়েত গঠনে প্রধান সাহাবব মন্ডল, উপপ্রধান আব্দুল বারী গাজী এবারের নির্বাচিত হলেন। পুরো পঞ্চায়েতের দায়িত্বভার তাদের তুলে নিলেও কনিষ্ঠ তৃণমূলের জয়ী প্রার্থীর ওপরে ভরসা রেখেছে নিম্নেরিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে। একদিকে তার ভূমিকা এই পঞ্চায়েতে প্রায় কুড়ি হাজার মানুষের বসবাস বেশিরভাগ অংশ সংখ্যালঘু মহিলারা। সামনের থেকে নেতৃত্ব দিয়েছে। এবার উন্নয়নের মহিলারা যে প্রাধান্য পাচ্ছে, তা বলাবাহুল্য ।আগামী পঞ্চায়েত তৃণমূলের বোর্ড সার্বিক উন্নয়নের কাজ করবে বলে জানান প্রধান।
২০১৮ সালে প্রথমে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত গঠন করে। ফের আবার ২০২৩ নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২২ তৃণমূল কংগ্রেস সবকটি আসন জিতে নেয় জানান এবার আমাদের মানুষের প্রতি দায়িত্ব বেড়ে গেল। দলমত নির্বিশেষে সব মানুষের পরিষেবা দিতে হবে বসিরহাট বগুয়ায় মোট ৯০টা গ্রাম পঞ্চায়েত তার মধ্যে ৮৯টা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস আজ বোর্ড গঠন করলো একটি গ্রাম পঞ্চায়েত তথা হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে গেছে।