বৃহস্পতিবার , ডিসেম্বর 26 2024
Breaking News

Alipurduar: আবগারি দপ্তরের অভিযান ,উদ্ধার চোলাই

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: আবগারি দপ্তরের অভিযান ,উদ্ধার চোলাই কুমারগ্রাম সার্কেলের (Alipurduar ) আবগারি দপ্তরের পক্ষ থেকে শামুকতলা থানার মধ্য পারোকাটা, উত্তর পারোকাটা, মহেশতলা এলাকা এবং কুমার গ্রাম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই এবং ৩৫০ লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট করে দিয়েছেন এমনটাই জানিয়েছেন শনিবার রাত আটটা নাগাদ আবগারি দপ্তরের কর্মকর্তা। এদিন বিকেল তিনটে থেকে তাদের অভিযান শুরু। ‌ অভিযান লাগাতার ভাবে চলতে থাকবে জানা গেছে তাদের সঙ্গে কথা বলে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।