বর্তমানে অধিকাংশ তারকাই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। আমাদের অতি প্রিয় সানি লিওনও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ । তারকা নিজের নানান ভিডিও সোশ্যাল মিডিয়ার পোস্ট করেন। কিছুদিন আগেই একটি খোলামেলা সাঁতার পোশাকে দেখা গিয়েছিল সানি লিওনকে I এবারও তেমনই একটি ভিডিও উঠে এল সোশ্যাল মিডিয়ার হাত ধরে। মলদ্বীপে সময় কাটাচ্ছেন সানি লিওন। সেখানকার একের পর এক ছবি শেয়ার করছেন সানি। লাল সাঁতার পোশাকে এখন উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন সানি নিজেই। সমুদ্রের মধ্যেই হট পোশাকে নজর কাড়লেন সানি। ভিডিও প্রকাশ্যে আসতেই ঝড় তুলেছে নেট দুনিয়ায়। যেকোনও পুরুষের ঘুম কেড়ে নিতে পারেন এই তারকা। তাঁর আকর্ষণীয় চেহারা সব সময়েই সবার নজর কাড়ে। শুধু আকর্ষণীয় চেহারাই যে তাঁর আকর্ষণের কারণ তেমনটা একেবারেই নয়। তাঁর মিষ্টি স্বভাব এবং কথা বার্তাও সবার নজর কাড়ে। আর সুন্দরী তারকা সানি লিওনকে হামেশাই দেখা যায় নানান আকর্ষণীয় পোশাকে, যা তাঁকে আরও আকর্ষণীয় করে তোলে। অধিকাংশ সময়েই তাঁকে দেখা হট ড্রেসে। এবার হট লাল পোশাকে নেট দুনিয়ায় ঝড় তুললেন সানি।হয়ে উঠলেন ভাইরাল।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper