হট হিরোইন হিসেবে মোনালিসা নিজের একটা আলাদা ভক্তকূল তৈরি করেছে I তার নামের মধ্যেই এক অমোঘ আকর্ষণ লুকিয়ে আছে Iহামেশাই অভিনেত্রী কে দেখা যায় হট ড্রেসে। কখনও বিকিনি পরে পুলের ধারে নজর কাড়েন, কখনও আবার তাঁকে রোম্যান্স করতে দেখা যায়। এর আগেও লাল পোশাকে নজর কাড়তে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি এক নতুন ভিডিও শেয়ার করেছেন মোনালিসা। ভিডিওয় দেখা যাচ্ছে চোখের নিমেশে তিনি বদলাচ্ছে পোশাক। লাল হট ড্রেসে ক্যামেরায় ধরা দিলেন মোনালিসা। শর্ট ড্রেসে নজর কাড়লেন অভিনেত্রী। ভিডিওয় প্রথমে মোনালিসাকে দেখা যায় একটি কালো টপের সঙ্গে কালো প্যান্টে। তারপরেই মোনালিসা লাফিয়ে পড়ে সোফায়। আর লাফিয়ে পড়তেই নিমেশের মধ্যে বদলে যায় তাঁর পোশাক। ভিডিওটিতে রয়েছে ৪১ হাজারেরও বেশি লাইক এবং ৪০০রও বেশি কমেন্ট। ভিডিওটিতে যেন ভালোবাসার বন্যা বইছে। অধিকাংশ মানুষই ভিডিওটি দেখে হার্ট সাইন দিয়েছেন। অনেকে আবার কমেন্টে তাঁকে বিউটি কুইনও বলেছেন। এছাড়াও আরও অনেকেই নানান ধরনের কমেন্ট করেছেন ভিডিওটিতে। তাঁর এই আকর্ষণীয় ভিডিও ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper