Breaking News

Nusrat Jahan: বিকিনি টপে সমুদ্রতটে নুসরত, ধেয়ে এল কটাক্ষ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিয়ো পোস্ট করেছেন নুসরতজা্হান। সেখানে সুপার বোল্ড অবতারে ধরা দিয়েছেন যশ ঘরণী। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সবসময়ই থাকে চর্চার কেন্দ্রবিন্দুতে। কিন্তু কোনও বিতর্কই গায়ে মাখেন না অভিনেত্রী। মাসখানেক আগেই ‘স্বামী’ যশের হাত ধরে পাটায়া গিয়েছিলেন নায়িকা, সেখানকার একটি ভিডিয়োই সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।সেই খবর এই যুগে আগেই প্রকাশিত হয়েছে I এই ভিডিয়োর জন্য ব্যাপক ট্রোলড হয়েছেন নুসরত। একজন লিখেছেন, ‘মাঝেমধ্যে নিজের সাংসদ এলাকাতেও যান’। একজন ব্যাঙ্গের সুরে লেখেন- ‘বসিরহাটের এমপি কি বসিরহাট গেছে নাকি? আগে জানতাম বসিরহাটে সমুদ্র নেই কিন্তু উনি মুখ্যমন্ত্রী হবার পর বসিরহাটে সমুদ্র এসে গেছে। দুয়ারে সমুদ্র, কী উন্নয়ন কী ভাল’। কেউ কেউ ধর্ম টেনে কটাক্ষ করেছেন নুসরতকে। একজন লেখেন, ‘রমজান মাসে রোজা রাখেন? লজ্জা লাগে না এমন পোশাক পরতে?’তবে নুসরত ভক্তরা তাঁদের প্রিয় তারকার পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি অভিনেত্রীর পক্ষ নিয়ে বলেছেন, ‘বিচে বিকিনি পরবে না তো কি শাড়ি পরে ঘুরবে?’ কটাক্ষের জবাবে কোনো মন্তব্য করেননি নুসরত তবে তিনি বিচ পোশাকে আরও একটি খোলামেলা ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছেন এইসব কথাকে তিনি পাত্তা দেন না I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।