টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিবাহ বিচ্ছেদ না হলেও অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত। তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ এখন শ্রাবন্তীর উপরে। জীবনে হাজারো চড়াই-উতরাই থাকলেও হাসিমুখে সকলের সামনে নজর কাড়েন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তীকে নিয়ে চর্চার যেহেতু শেষ নেই তাই নতুন কোন খবর হলেই সকলে যেন হামলে পড়েন। পান থেকে চুন খসলেই তাকে নিয়ে ট্রোলিং শুরু হয়ে যায়। লক্ষ লক্ষ পুরুষের ক্রাশ শ্রাবন্তীর হট ছবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সম্প্রতি দেখা যাচ্ছে হাই থাই স্লিট ড্রেসে নেটপাড়ায় ভক্তদের ঘুম কেড়ে নিয়েছেন নায়িকা। লাল রঙের চেরা পোশাকে বেরিয়ে রয়েছে অনাবৃত উরু, লাস্যে ভরা শরীরে শ্রাবন্তীকে দেখেই চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। তবে হট ছবি যতটা তাড়িয়ে উপভোগ করছেন তেমনই ট্রোল করতেও ছাড়লেন না তারা। অভিনেত্রীর ভারী চেহারার জন্য কটুক্তি করতে ছাড়েননি নেটিজেনরা। পা দেখেই নানা কুমন্তব্য করেছেন। নেটিজেনদের কাছে মোটা তকমাও জুটল নায়িকার। যদি এই নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি নন নায়িকা। তিনি রয়েছেন নিজের মেজাজেই ।