Breaking News

Malaika Arora: অন্তর্বাস নিয়ে চরম কটাক্ষের মুখে মালাইকা আরোরা

বলিউডের পরিচালক-প্রযোজক করণ জোহরের জন্মদিনের সেলিব্রেশন ছিল নজরকাড়া। সলমন খান, রানি মুখার্জি, কাজল, জুহি চাওলা, আমির খান, প্রীতি জিন্টা, তারা সুতারিয়া, কৃতি শ্যানন, কিয়ারা আদবানি, সিদ্ধার্থ মলহোত্রা, মালাইকা আরোরা, রণবীর কাপুর, নীতু কাপুর সহ অনেকে তারকারাই উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই সকলের হট লুক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।পার্টিতে নজর কেড়েছেন ৪৮ বছর বয়সী মালাইকা আরোরা। করণের সঙ্গে ম্যাচিং সবুজ পোশাকে নিজেকে মেলে ধরেছেন মালাইকা। বুকখোলা জ্যাকেটের ভিতর গোলাপি রঙের অন্তর্বাস পরে নজর কেড়েছেন তিনি যা কিনা নবাগতাদেরও ছাপিয়ে গেছে।মালাইকার এই হট লুক ফাঁস হতেই চরম কটাক্ষের মুখে পড়েছেন তিনি। মালাইকাকে দেখে একজন নেটিজেন বলেছেন, তিনি কি টপ পরতে ভুলে গেছেন। কেউ আবার লিখেছেন, আপনি কি জিমে যাচ্ছিলেন ? সেখান থেকেই করণের পার্টিতে চলে এসেছেন ? হটনেসে ঝড় তুলতে গিয়ে এভাবে যে ট্রোলড হতে হবে তা হয়তো মালাইকা নিজেও ভাবেননি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।