বলিউডের প্রথমসারির অভিনেত্রী অনুষ্কা শর্মা সর্বদাই খবরের শিরোনামে থাকেন। সদ্যই ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন এই বলি অভিনেত্রী I তাকে দেখে কে বলবে যে তিনি সদ্য মা হয়েছেন। সেক্সি ফিগারের সঙ্গে তিনি যে কোনওভাবেই আপোস করতে চান না তা মেয়ে হওয়ারই পরও প্রমাণ করে দিয়েছেন অনুষ্কা। উপচে পড়ছে ভরা যৌবন। হট মারকাটারি চাবুক ফিগারে নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছেন অনুষ্কা। করণ জোহরের জন্মদিনে চাঁদের হাট বসেছিল। বলিউডের প্রথমসারির ব্যক্তিত্বরা হাজির হয়েছিল জমকালো সেই পার্টিতে। সেখানেই সুপারহট সিজলিং লুকে ধরা দিয়েছিলেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। দীর্ঘদিন বাদে পার্টিতে উপস্থিত হয়ে সকলকে চমকে দিয়েছেন অনুষ্কা শর্মা।কালো রঙের বুকখোলা বডিকন ড্রেসে অনুষ্কাকে দেখে চোখ ফেরানো দায় হয়েছিলে। বুকের সামনের অংশ পুরোটাই খোলা।কালো রঙের ককটেল ড্রেসে সেক্সি লুকে উষ্ণতার পারদ চড়িয়েছেন অনুষ্কা I মুহূর্তে তার এই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে I