হট হিরোইন দিশা পাটানি স্পেনের বার্সোলানায় ছুটি কাটাচ্ছেন। আর এই হলিডে টাইমের মধ্যে তিনি ট্রাভেল-গোলস-ও উপহার দিচ্ছেন সকলকে। ‘রাধে’- ছবির এই হট অভিনেত্রী, যিনি সম্প্রতি এক নিজের জন্মদিন উদযাপন করছেন স্পেনে, সেই একক ভ্রমণের ছবি দিয়ে ইন্টারনেটে আগুন জ্বালিয়েছেন দিশা। ১৯৯২ সালে জন্ম গ্রহণকারী দিশা সোমবার ৩০ বছর বয়সী হয়েছেন। ইন্ডাস্ট্রির অনেকেই দিশাকে শুভেচ্ছা জানিয়েছেন। শোনা যাচ্ছে জন্মদিনের স্পেশাল উইশ-টি এরমধ্যেই তিনি পেয়ে গিয়েছেন তাঁর রিউমর্ড বয়ফ্রেন্ড টাইগার শ্রফের কাছ থেকে। যেখানে তিনি বান্ধবীর জন্য একটি মিষ্টি বার্তা দিয়েছেন। এদিকে, ভ্রমণের ছবি থেকে শুরু করে খাবারের ছবি এবং মিরর সেলফি, দিশা তার সোশ্যাল মিডিয়ায় এমন সব উষ্ণ ছবি পোস্ট করেছেন, যেগুলি তার ভক্তরা মিস করতে পারবেন না।প্রতিটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper