Breaking News

Esha Gupta: বিকিতে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী এষা গুপ্তা

সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার হাতছানি দিতে সবসময়ই তৈরি থাকেন বি-টাউনের গ্ল্যাম ডিভা এষা গুপ্তা। নীল আকাশের নীচে কমলা বিকিতে নেটপাড়ায় ঝড় তুলেছেন ওয়েব সিরিজ আশ্রম থ্রি-র অভিনেত্রী। তাঁর লেটেস্ট ভিডিও দেখে নেটিজেনদের একাংশ দাবি করেছে এষার শরীরী নেশা শুধু পুরুষ হৃদয়েই ঝড় তোলে না, এবার মেয়েদেরও ক্রাশ হয়ে উঠবেন তিনি। এই ভিডিয়ো দেখে আপনিও হয়তো এষার প্রেমে পরে যেতে পারেন।২০১২ সালে জান্নাত ২ ছবি দিয়ে বিটাউনের মাটিতে পা রেখেছিলেন বলি অভিনেত্রী এষা গুপ্তা। সেই বছরই প্রকাশ ঝা-এর চক্রব্যুহ ছবিতে এষার অভিনয় দর্শক থেকে সমালোচক সবার প্রশংসা কুড়িয়েছিল। এছাড়াও রাজ ৩ , রুস্তম, বাদশাহু- এর মতো বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন হট অভিনেত্রী এষা গুপ্তা।রুপোলি দুনিয়ার তারকাদের গ্ল্যামারাস জীবনের পিছনে থাকে একটা অন্ধকার দিকও। এষার সাক্ষাৎকার থেকে সে কথা কিন্তু একেবারে স্পষ্ট। আশ্রম থ্রি মুক্তির পর এষার অভিনয় দর্শকের খুবই পছন্দ হয়েছে। এই সিরিজে ববি দেওলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন এষা। সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এষা বলেছিলেন, ‘দীর্ঘ ১০ বছরের কেরিয়ারে এই ধরনের দৃশ্যে অভিনয় করতে কোনও সমস্যা হয় না।’ অভিনেত্রীর এই হট অবতার দর্শকদের মন জয় করে নিয়েছে । তার বোল্ড বিকিনির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে । তার পোস্ট-এ উপচে পড়ছে কমেন্টস ও ইমোজির মন্তব্যে I এক কথায় তার বোল্ড অ্যান্ড হট ছবি ঝড় তুলেছে অনুগামীদের মনে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।