আজ সনাতন ধর্মের শ্রেষ্ঠ উৎসব ভাতৃদ্বিতীয়া মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তিকে মাথায় রেখে (ধর্ম যার যার উৎসব সবার) হাওড়া কর্পোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের সভাপতি মাননীয় অমিত চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে এবং শিবপুর বিধানসভার বিধায়ক এবং মন্ত্রী শ্রী মনোজ তিওয়ারির সহযোগিতায় ফুটে উঠলো একটি বিরল চিত্র। যেটি আমাদের ক্যামেরা তে ধরা পড়লো, দেখা গেল দুই ধর্মের মেলবন্ধন এখানে এসে বোনেদের হাত থেকে ভাইফোঁটা নিলেন হিন্দু ধর্মের ও মুসলিম ধর্মের ভাইয়েরা ।এই ফোঁটা নিয়ে মুসলিম ধর্মের ভাইয়েরা বেজায় খুশি ও আপ্লুত তারা জানালেন ধর্ম যার যার উৎসব সবার তারা এও বললেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ।এই বাণীকেই পাথেয় করে, তারা ভারতবাসী হিসেবে নিজেদের ধন্য মনে করলেন। তারা সমস্ত মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে ভারতবাসী হিসেবে এই মহতী উদ্যোগে সবাইকে শামিল হতে এবং তারা বলেন এই ধরনের উৎসবে তারা নিজেদেরকে বারবার শামিল করবেন বলে জানালেন বাঁকড়া নিবাসী শফিকুল আহমেদ ।৫০ নম্বর ওয়ার্ডের সভাপতি অমিত চক্রবর্তী মহাশয় জানালেন এই দিনটিতে তিনি উপলব্ধি করেছেন ভিন্ন রাজ্যের বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে সব সময় কর্মব্যস্ত থাকে। তাই এই দিনটিতে তারা বোনের থেকে কোনরকম ভাবে ফুটানিতে পারেন না তাই তিনি হাওড়া সি,টি,আই মোড়ে ৫০ নম্বর তৃণমূল পার্টি অফিসের পাশে তৃণমূল কংগ্রেসের বোনেরা সমস্ত ভাইয়ের কপালে ফোঁটা দিচ্ছেন এবং মিষ্টিমুখ করাচ্ছেন ব বাদ যাননি প্রশাসনের ভাইয়েরাও তারাও এই মহতী অনুষ্ঠানেও এসে তারা জানালেন চাকরির স্বার্থে তারা এই দিনটিতে নিজেদের বোনেদের কাছে পৌঁছতে পারেন না তাই বোনেরা এই ভাইদের নাম করে ঘরের দেওয়ালে ফোটা দিয়ে রাখেন। তাদেরও মনে কষ্ট নিয়ে চাকরি করতে হয় তারা এই অনুষ্ঠানে এসে এই বোনের থেকে ফোটা পেয়ে বেজায় খুশি। বলে জানালেন প্রশাসনের মানুষেরা এই সুন্দর একটি অনুষ্ঠানে এসে বিশিষ্ট সমাজসেবী অসীত চ্যাটার্জী মহাশয় জানালেন তার ষাট ঊর্ধ্ব বয়সে এসে অমিত চক্রবর্তী উদ্যোগে এই অনুষ্ঠানটি এত সুন্দর একটি প্রাণজ্জ্বল অনুষ্ঠান তাতে উনি আসতে পেরে বোনের বোনেদের থেকে ফোটা নিয়ে তার হৃদয়টি ভরে উঠলো এবং তার চোখ দুটো জলে ভরে আসলো। বলে জানালেন মাননীয় অসিত চ্যাটার্জী মহাশয়।
HOWRAH: মন্ত্রী মনোজ তিওয়ারির সহযোগীতায় সম্প্রীতির বন্ধনে ভাইফোঁটা হাওড়ায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত, এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper