নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে অনবরত চর্চা লেগেই থাকে (Srabanti Chatterjee)। সর্বদাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন টলিপাড়ার হট হিরোইন। (Srabanti Chatterjee)আইনি বিবাহ বিচ্ছেদ না হলেও অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত। তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। খবরের শিরোনামে কীভাবে থাকতে হয় তা বেশ ভালই জানেন শ্রাবন্তী।(Srabanti Chatterjee) অনুরাগীদের মনোরঞ্জনের রসদ জোগাতে তার জুড়ি মেলা ভার। ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে থাকেন শ্রাবন্তী। অভিনেত্রী কে নিয়ে চর্চার যেহেতু শেষ নেই তাই নতুন কোন খবর পেলেই সকলে যেন হামলে পড়েন তা জানতে। অভিনত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়। একের পর এক ছবি-ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ জোগান টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, অভিযাত্রিক ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রর পরবর্তী ছবির নায়িকা শ্রাবন্তী। জাতীয় পুরস্কারের আসরে সেরা বাংলা ছবির পুরস্কার জিতেছিল শুভ্রজিৎ-এর এই ছবি। এবার শুভ্রজিতের আগামী ছবির নায়িকা হচ্ছেন শ্রাবন্তী। জানা গিয়েছে, পরিচালক নাকি সেই প্রস্তাবও দিয়েছেন শ্রাবন্তীতে। তবে পুরো বিষয়টা নিয়ে দুজনেই স্পিকটি নট।গুঞ্জনে উঠেছে শুভ্রজিৎ মিশ্রের সঙ্গে নাকি শ্রাবন্তীর দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে। এক ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত ছিলেন দুজনে। তারপর থেকে একাধিক ইভেন্টে নজর কেড়েছেন শুভ্রজিৎ ও শ্রাবন্তী। অভিনেত্রীর আপকামিং ছবি কাবেরী অন্তর্ধান-এর প্রিমিয়ারে হাজির ছিলেন শুভ্রজিৎ মিত্র। উপস্থিত থাকার জন্য পরিচালককে ধন্যবাদও জানিয়েছেন শ্রাবন্তী। তাই অনেকেই মনে করছেন, শুভ্রজিতের হাত ধরে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন শ্রাবন্তী। ইতিমধ্যেই অপর্ণা সেন ও কৌশিক গঙ্গোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে ছবিতে কাজ করেছেন শ্রাবন্তী এবার সেই তালিকায় নয়া সংযোজন হতে চলেছেন শুভ্রজিৎ মিত্র। ভক্তরা কিন্তু নতুন কোনো রসায়নের গন্ধ পেতে শুরু করেছে I
Tags Srabanti Chatterjee
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper