সোমবার (BJP) জলপাইগুড়ির ময়নাগুড়ির সাংগঠনিক বৈঠক করলেন বিজেপি কমিটি। সামনেই দোর গড়ায় পঞ্চায়েত নির্বাচন, যদিও এখনও নির্বাচনের নির্ঘন্ট এখনও অঘোষিতই রয়েছে ! তবে রাজ্যের রাজনৈতিক পটচিত্র দেখলে একপ্রকার ভোটের দামামা বাজার মতো পরিস্থিতি রাজনৈতিক দলগুলির মধ্যে, তাদের প্রচার কৌশল কে ঘিরে। এর মধ্যে এদিন ময়নাগুড়ি বিজেপি তাদের সাংগঠনিক বৈঠক সারলেন। ময়নাগুড়ির রাজনীতি সাংগঠনিক বেঠক বিশেষ তাৎপর্য রয়েছে। উল্লেখ একুশের নির্বাচনে এই বিধানসভাটি তৃনমূলের হাত ছাড়া হয়। এখন এখনকার বিধায়ক বিজেপির। বুথকমিটি গুলি শক্তির করনে বিজেপি অনেকটা সুবিধা থাকবে বলে রাজনৈতিক মহলের বক্তব্য। সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাপি গোস্বামী, সাংসদ জয়ন্ত রায় ব্লক ও মন্ডল সভাপতি গন।
BJP Jalpaiguri: ময়নাগুড়িতে সাংগঠনিক বৈঠক বিজেপির
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper