শনিবার , ডিসেম্বর 14 2024
Breaking News

আনন্দম্-এর পক্ষ থেকে “সেবাকার্য্য” বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংঘের সহযোগিতায়

রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, নিউজ ডেস্ক

আনন্দম্-এর পক্ষ থেকে "সেবাকার্য্য" বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংঘের সহযোগিতায় আনন্দম্ এর পক্ষ থেকে প্রাক্-পুজা উপলক্ষে ডঃ গৌড় দাস মহাশয়ের নেতৃত্বে বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংঘের সহযোগিতায় আনন্দম্ কর্তৃক ২২শে সেপ্টেম্বর, ২০২৪, রবিবার প্রায় ১৬২ জন ছাত্র – ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় উপহার স্বরূপ নতুন জামাকাপড় এবং মিষ্টির প্যাকেট লজেন্স। এর মধ্যে ৮১ জন ছিল বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংঘ কর্তৃক পরিচালিত হুগলি জেলার খানপুর বিদ্যালয়ের পড়ুয়া আর ৩৬ জন ছিল হুগলি জেলার নারায়ণপুর এবং উত্তর ২৪ পরগণার হারানগিরি ছিল ৪৫ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে ৮৭ জন ছাত্রী এবং ৭৫ জন ছাত্র ছিল। এই আনন্দম্ ২০১৭ সালে তৈরি হয়েছিল কলকাতা অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেলের প্রাক্তন ছাত্ররা একত্রিত হয়ে দরিদ্র নরনারায়নের সেবা কার্যের উদ্দেশ্যে তৈরি করে ‘আনন্দম্’ নামক এই গ্রুপটি। সেই থেকে প্রতি বছর এখানে দরিদ্র নারায়ণের মধ্যে সাধ্যমতো সেবাকার্য হয়ে থাকে। ২০১৭ সালে– ডায়মন্ড হারবার অন্তর্বর্তী নাহান্না গ্রামে।২০১৮ সালে বোলপুরে বহুরূপী তারা মেটের চিকিৎসার জন্য তাকে সহোযোগিতা করা হয়।২০১৯ সালে ঘাটশিলার অন্তর্গত আদিবাসী অধ্যুষিত তোমাং কোচা গ্রামে ২৪২ জন আদিবাসীদের মধ্যে নতুন জামা কাপড় দেওয়া হয় । নতুন জামা-কাপড় দেওয়া হয়। ২০১৯ রামকৃষ্ণ মঠ নাওরা এর সহযোগিতায় সেখানকার গ্রামের দরিদ্র মানুষের মধ্যে,২০২০ সালের কোভিড অতিমারির সময় কলকাতা এন্টালি এলাকায় দুস্থ মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
২০২১ ও ২০২৩ সালে রামকৃষ্ণ মঠ সরিষার সহযোগিতায় সেখানকার পার্শ্ববর্তী অঞ্চলে সেবা কার্য হয়।২০২৪ সালে বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংঘের সহযোগিতায় বর্ধমানের নিকটবর্তী খানপুর গ্রামে ছোট ছোট শিশু নরনারায়ণের মধ্যে দুর্গা পুজো উপলক্ষে নতুন জামা কাপড় দেওয়া হয়। এই বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংঘ ৩৫ বছরের একটি পুরনো সেবামূলক প্রতিষ্ঠান। পশ্চিমবাংলায় বেশ কিছু অনগ্রসর গ্রামের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা তাদের লক্ষ্য। এই পটভূমিকায় বেলুড় মঠে বহু প্রাচীন ও পরমপূজনীয় সন্ন্যাসী মহারাজদের আশীর্বাদ ও তাঁদের পরামর্শে গঠিত প্রতিষ্ঠানটি নীরবে স্বাস্থ্য ও সমাজ সচেতনাতার কাজ করে আসছে। ২০২০ সাল থেকে একটি উন্নতমানের প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় আশ্রমিক পরিবেশে ছেলেমেয়েদের চরিত্র গঠন ও অন্যান্য অন্যান্য প্রতিভার বিকাশ ছাড়াও উন্নতমানের শিক্ষার ব্যবস্থা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।