দীর্ঘ টালবাহানার পর (ilish) গতকাল রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য ইলিশ। রাজ্যের অন্যান্য বাজারের পাশাপাশি আজ সকাল থেকে হাওড়া পাইকারি বাজারে মিলছে বাংলাদেশি ইলিশ।খুচরো বাজারে যাচ্ছে মাছ।আটশো থেকে এক কেজি ওজনের মাছ ১৪৫০ থেকে১৬০০ টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে।রাজ্যে চল্লিশ মেট্রিকটন মাছ এসেছে। হাওড়া পাইকারি মাছ বাজারে এসেছে দশ মেট্রিক টন ইলিশ।
Howrah ilish: রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশি ইলিশ
রিপোর্ট : বাপন ধাঁড়া , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper