শুক্রবার সকালে ফাঁসিদেওয়া থানার (cow) পুলিশ মুরালিগছ চেকপোস্ট এলাকায় নাকা চেকিং পরিচালনার সময় একটি লরি দাঁড় করানোর চেষ্টা করলে লরি চালক লরি নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। পুলিশ পিছু ধাওয়া করে লরিটিকে ধরে তল্লাশী চালায়। তল্লাশীতে লরি থেকে উদ্ধার হয় পঁচিশটি গরু। লরি চালক গরুগুলির কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। চালকের নাম মহম্মদ খবিন হুসেন, উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে গরুগুলি বিহার থেকে লরিতে বোঝাই করা হয় অসম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দ্যেশ্যে। ধৃতকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুলিশ গরু পাচারের বিষয়ে তদন্ত শুরু করেছে।
Cow: পাচারের পথে উদ্ধার পঁচিশটি গরু, গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি