বলিউডের নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে এষা গুপ্তর নাম প্রথম সারিতে আসবে Iএষার নানান ভিডিও হামেশাই সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে আসে খবরের শিরোনামে। বিভিন্ন ধরণের পোশাকে সকলের নজর কাড়েন তিনি। এবার জন্নত ২ খ্যাত এষা গুপ্ত সেক্সি লুকে খবরের শিরনামে উঠে এল । এষা গুপ্তর হট ফোটোশ্যুট নিয়ে সর্বদাই সরগরম থাকে সোশ্যাল মিডিয়া। ফের হট লুকে খবরের শিরোনামে উঠে এলেন তিনি। তাঁর একের পর এক ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এবার তাঁকে দেখা গেল টুলে বসে পোজ দিতে। সেক্সি ফিগার দেখিয়ে রাতের ঘুম কাড়লেন বলি সুন্দরী। এষা গুপ্তর পরনে দেখা গিয়েছে লাল রঙের একটি ওয়ান পিস। পোশাকের সঙ্গেই মানানসই সাজ। খোলা চুলের সঙ্গে হালকা মেকআপ। গোল্ডেন ইয়াররিংয়ে যেন তাঁকে একেবারে অন্যরকম দেখাচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই ছবি পোস্ট করেছেন এষা গুপ্ত। ছবির পাশাপাশি একটি ভিডিও পোস্টও করেছেন তিনি। ভিডিওয় দেখা গিয়েছে টুলে বসে নানান পোজ দিচ্ছেন তিনি। মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ছবি I