ঘূর্ণিঝড় অশানির দুশ্চিন্তার মধ্যে একটুকরো স্বস্তি এনে দিলেন টলি অভিনেত্রী মধুমিতা সরকার। শহরে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখি তখনই উষ্ণতার পারদ চড়চড়িয়ে বাড়ালেন মধুমিতা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন মধুমিতা সরকার। চেনা ছকের বাঁধা সমীকরণ থেকে বেরিয়ে নিজেকে নতুন করে গড়ে নিয়েছেন মধুমিতা সরকার। এই কয়েক বছরেই নিজের একটি আলাদা ভক্তি কূল তৈরি করেছেন মধুমিতা। আগের থেকে অনেক বেশি গ্ল্যামারাস ও অনেকটাই সাহসী মধুমিতা। এবার শরীরী উষ্ণতায় বলি নায়িকাদেরও টেক্কা দিচ্ছেন বাংলার মধুমিতা সরকার।অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, কালো রঙের মনোকিনিতে সুইমিংপুলে জলকেলিতে মত্ত মধুমিতা সরকার। ঠিক সন্ধ্যে নামার আগেই জলের মধ্যে নিজের শরীর ডুবিয়েছেন নায়িকা। বিন্দাস মুডে পুল সাইটে মাথা নামিয়ে শুয়েও পোজ দিয়েছেন নায়িকা। কখনও আবার জুসে চুমুক দিয়ে একফালি চাঁদ দেখিয়েছেন মধুমিতা। জলের তলায় স্পষ্ট শরীর, মনোকিনি উপচে বেরোচ্ছে বক্ষের একাংশ। কালো মনোকিনিতে লাস্যময়ী মধুমিতাকে দেখে রাতের ঘুম উড়ে গেছে ভক্তদের। সুইমিংপুলে হট অ্যান্ড বোল্ড অবতারে নেশা ধরালেন মধুমিতা সরকার। মুহূর্তের মধ্যে এই ভিডিওতে আগুনের ও ভালবাসার ইমোজিতে ভরিয়ে দিয়েছেন ভক্তরা। লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়ে ভক্তরা জানান দিয়েছে অভিনেত্রীর এই হট অবতার কতটা পছন্দ হয়েছে তাদের।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper