বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Pallabi Dey Dead: রহস্যমৃত্যু টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে-র

সিরাজের স্ত্রী লুৎফা-র চরিত্রে অভিনয় করা টলি অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যু হয়েছে । আজ অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। আপাতত মৃত্যুর কারণ জানা যায়নি। দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার সকালেই গড়ফার ফ্ল্যাট থেকে পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন তাঁর সঙ্গী। তিনিই পুলিশকে খবর দেন। পুলিশ অভিনেত্রীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। অভিনেত্রীর মা-বাবা গড়ফা থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছেন। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।জানা গিয়েছে, প্রেমিকের কাছে প্রতারিত হন টলি অভিনেত্রী পল্লবী দে। বয়ফ্রেন্ডের আগের যে গার্লফ্রেন্ড, তার সঙ্গে রেজিস্ট্রি হয়ে গিয়েছিল। এদিকে প্রেমিকের আগের গার্লফেন্ড আর কেউ নয়, খোদ  অভিনেত্রী পল্লবী দে-রই কাছের বন্ধু। এদিকে এই সব কিছুই পুরোনো গার্লফ্রেন্ড নিজে মুখে বলে দেয় পল্লবীকে। সে তার বন্ধু পল্লবীকে জানায়, ‘ছেলেটি মোটেই ভাল নয়, ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল।’উল্লেখ্য ‘আমি সিরাজের বেগম’, ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফা-র অভিনয় করেছিলেন পল্লবী। এই চরিত্রের জন্য তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। এর আগে ‘রেশমঝাপি’ ধারাবাহিকেও তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। টলিউডে পল্লবীর যাত্রা খুব বেশি দিন হয়নি। ‘কুঞ্জছায়া’ নামে একটি ধারাবহিকেও তিনি অভিনয় করেছিলেন।
তার আকস্মিক মৃত্যু তে টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।