দর্শকদের থেকে বলিউডের সবথেকে হট অভিনেত্রীর খেতাব পেয়েছেন দিশা পাটানি । তার ফিগার ও ফ্যাশনে ফিদা হাজার হাজার মানুষ। ইনস্টাগ্রামেও খুব অ্যাক্টিভ অভিনেত্রী। ইনস্টাগ্রামে নায়িকার ফলোয়ার্স সংখ্যা ৫০.৩ মিলিয়ন। তিনিও অনুরাগীদের নিরাশ করেন না। প্রতিদিন নতুন নতুন কনটেন্ট নিয়ে হাজির হন। যেমন সম্প্রতি তার কয়েকটি ফটো ভাইরাল হয়েছে।যেখানে দেখা গেল, আয়নার সামনে দাঁড়িয়ে নিজস্বী তুলছেন দিশা। তার সাথেই ভিন্ন পোজে আরও দুটি ফটো দিয়েছেন। পরনে তার গোলাপি রঙ্গের ব্রালেট ও ট্রান্সপ্যারেন্ট প্লাজো প্যান্ট। তার সাথেই খোলা চুল, গলায় হার ও বোল্ড লুকে অসাধারণ মানিয়েছে দিশাকে। ফোটোতে পেট, নাভি ও বক্ষ বিভাজকা সম্পূর্ণ উন্মুক্ত যা এক আলাদা উষ্ণতা দান করেছে। এই ফটোতে প্রায় ১৪ লক্ষের কাছাকাছি লাইক এসেছে । তার সাথে তো নেটিজেনদের সুন্দর কমেন্ট আছেই। নায়িকার অনুরাগীরা মুগ্ধ হয়েছে তার এই হট অবতার দেখে I