আজ অভিনেত্রী নুসরত ভারুচার জন্মদিন I ৩৭-শে পা দিলেন এই বলি অভিনেত্রী । শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে নায়িকার সোশ্যাল মিডিয়ার পাতা। অভিনয়ের পাশাপাশি পড়াশুনাতেও তিনি বেশ মেধাবী। ফ্যাশন নিয়েও বেশ সচেতন অভিনেত্রী। বলিউড অভিনেত্রী নুসরত ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। মাত্র কয়েকটি সিনেমা করেই বলিউডের নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন। ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘ড্রিম গার্ল’ ছবিগুলি করেই দর্শকমহলে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন।সেক্সি ফিগারে বিকিনি পোজে মুহূর্তে রাতের ঘুম কেড়ে নিচ্ছেন লাস্যময়ী নুসরত।সোশ্যাল মিডিয়ায় কীভাবে ফ্যানেদের ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত এই নায়িকা। ফ্ল্যাট অ্যাবস আর টোনড ফিগারে ভক্তদের পাগল করে দিচ্ছেন এই বলি ডিভা। অনাবৃত উরু, চাবুক ফিগারে নুসরত যেন আগুনে কন্যা। প্রতিটি ছবি দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কুরিয়েছেন তার ভক্তদের অজস্র শুভেচ্ছা ও ভালবাসা I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper