মহানায়িকা সুচিত্রা সেনের দুই নাতনি রিয়া এবং রাইমা সেন তাঁদের অভিনয় এবং হটনেসের জন্য বলিউডে নিজেদের পরিচিতি তৈরি করেছেন। রূপে যেকোনো বড় বড় তারকাকে হার মানাতে পারেন মহানায়িকার এই দুই নাতনি। সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে নিজের কেরিয়ার গড়ে তুলেছেন অভিনেত্রী রিয়া সেন। অভিনয় ছাড়াও তার অনুগামীরা নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও যথেষ্ট আগ্রহী। এমনতেই সাধারণ মানুষ সব সময় তারকাদের লাইফস্টাইল সম্পর্কে জানতে চান। আর স্বাভাবিকভাবেই ভক্তেরা রিয়া সেন -এর ব্যক্তিগত জীবন সম্পর্কে যথেষ্ট আগ্রহী। তবে মাঝে মধ্যেই অন্যান্য সব সেলিব্রিটি তারকা’র মত রিয়া সেনও তাঁর লাইফ স্টাইল সম্পর্কিত বিভিন্ন রকমের তথ্য তাঁর অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।বর্তমানে অভিনয় এবং কেরিয়ার ছাড়াও সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ অভিনেত্রী। মাঝেমধ্যেই তাঁর নানা ছবি এবং ঘুরতে যাবার ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেন।অভিনয় ছাড়াও বিভিন্ন রকমের হট বোল্ড ফটোশুটে অভিনেত্রীকে প্রায়দিনই দেখা যায়। সম্প্রতি তাঁর এমনই একটি হট ফটোশুট সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছে। ছবিতে অভিনেত্রীর সেন্সেশনাল লুকে ঘায়েল হয়েছেন তাঁর অজস্র অনুরাগী। ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে সাদা রংয়ের ব্রালেট এবং ম্যাচিং হট প্যান্টে দেখা গেছে। খোলা চুল এবং তার সাথে মানানসই মেকআপে নায়িকার হটনেসে মাত নেটিজেনরা। সোফার উপর পা ভাঁজ করে বসে তিনি লাস্যময়ী মায়াবী নজরে অজস্র পুরুষ হৃদয়ে ঝড় তুলেছেন। অভিনেত্রীকে দেখে বোঝার উপায় নেই তিনি ৪১ বছরে পা দিয়েছেন। ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা এই ছবিটি ইতিমধ্যে ৩৭ হাজারেরও বেশি লাইক পেয়ে গেছে। এছাড়াও নেটিজেনরা ছবিটি লাইক,শেয়ার এবং কমেন্টের বন্যা বয়িয়ে দিয়েছে। চল্লিশের কোঠায় পা দিয়েও অভিনেত্রীর সৌন্দর্যে রীতিমতো পঞ্চমুখ নেটিজেনরা। নায়িকার লুক সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল।