Breaking News

Ritabhari Chakraborty: উন্মুক্ত বুকের খাঁজ, ঋতাভরীর হট লুকে মাতোয়ারা ভক্তরা

ঋতাভরী চক্রবর্তী নামের সাথে হটনেস শব্দটি জড়িয়ে আছে I মানসিক অবসাদ হোক কিংবা শারীরিক অস্ত্রপ্রচার- কোনকিছুই ঋতাভরী চক্রবর্তীকে দমিয়ে রাখতে পারেনি। তার শারীরিক সমস্যা থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এসে নিজেকে আবার মেলে ধরতে সক্ষম হয়েছেন অভিনেত্রী। সবকিছু কে উপেক্ষা করে নিজেকে বরাবরই কনফিডেন্টলি মেলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায় আর সম্প্রতি ইনস্টাগ্রামে বেশকিছু বোল্ড ফটোশুটের ছবি পোস্ট করে ফের তিনি চর্চায় উঠে এলেন।এদিন ঋতাভরী তার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলিতে ধরা দিয়েছেন কালো রঙের ব্লেজারে। তবে ব্লেজারের মধ্যে তার গোলাপি উন্মুক্ত অন্তর্বাস ছিল সুস্পষ্ট। খোলা চুল, গোলাপি লিপস্টিকের অনন্য মেকআপে কখনো তিনি চোখে চোখ রেখে তাকিয়েছেন ক্যামেরায় আবার কখনো হট চোখের নজরে নিচের দিকে তাকিয়ে পোজ দিয়েছেন। আবার কখনো নায়িকা খেলা করেছেন নিজের উন্মুক্ত খোলা চুলের লাস্য নিয়ে। তবে সবকিছু ছাপিয়ে এদিন ছবি গুলির মূল আকর্ষনের বিষয় ছিল অভিনেত্রীর অন্তর্বাসের মাঝ দিয়ে ঠিকরে বেরিয়ে আসা ডিপ ক্লিভেজ। ঋতাভরীর বক্ষবিভাজিকায় এদিন বিভক্ত হয়ে পড়েছিল নেট দুনিয়া। কিছু কিছু নেটিজেনদের মতে,এমন ফটোশুটের ছবি পোস্ট করার কোন অর্থ হয় না। আবার কেউ কেউ নায়িকার এই সেক্সি লুকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সব মিলিয়ে “ওগো বধূ সুন্দরী” খ্যাত নায়িকার এদিনের পোস্ট ছিলো সামাজিক মাধ্যমে ভাইরাল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।